রাফায় অবিলম্বে হামলা বন্ধে ইসরায়েলকে হুমকি দিল ইইউ (ইউরোপীয় ইউনিয়ন)

Share This Post:

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইসরাইলকে অবিলম্বে গাজার রাফাতে তাদের হামলা বন্ধ করার দাবি জানিয়েছে। ২৭টি ইউরোপীয় দেশ ইসরায়েলকে সতর্ক করেছে যে হামলা বন্ধ না হলে ইইউর সঙ্গে তাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল বুধবার এ সতর্কতা জারি করেছেন। তিনি বলেন, ইসরায়েল যদি রাফাহতে তাদের সামরিক অভিযান অব্যাহত রাখে, তাহলে তা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তাদের সম্পর্কের উপর মারাত্মক প্রভাব পরবে।

ইইউর বিবৃতিতে ইসরাইলকে রাফাতে তাদের সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

তারা সতর্ক করে দিয়েছিল যে যদি অভিযান বন্ধ না হয়, তাহলে গাজায় মানবিক সহায়তা ব্যাহত করবে, আরও বেশি মানুষকে উদ্বাস্তুতে পরিণত করবে, একারণে দুর্ভিক্ষ দেখা যেতে পারে এবং মানুষের দুর্ভোগ বাড়াবে।

সাত মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি বাহিনী গাজায় হামলা চালাচ্ছে। ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় বসবাসকারী ২.৩ মিলিয়ন মানুষের মধ্যে প্রায় অর্ধেকই দক্ষিণ গাজার রাফাহ শহরে আশ্রয় নিয়েছে।

সম্প্রতি ইসরাইল রাফাতে স্থল অভিযান শুরু করে এবং এই ফিলিস্তিনিদের অন্যত্র চলে যেতে বলে। এসব কারণে ইইউ ইসরাইলকে হামলা বন্ধ করার জন্য হুমকি দেন। 

ইইউ আরও বলেছে যে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার থাকলেও তাকে অবশ্যই আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে হবে।

S.A.M.U.R.A.I
S.A.M.U.R.A.I

"The world is a book, and those who do not travel read only a page."
- by Saint Augustine 🥷