বাজারে নতুন ফিচার নিয়ে এলো মেটা, সানগ্লাস দিয়ে করতে পারবেন ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট।

Share This Post:

এখন থেকে মেটা রেব্যান স্মার্ট সানগ্লাস ব্যবহার করে সরাসরি ইনস্টাগ্রামে স্টোরি ছাড়তে পারবেন গ্রাহকরা। গত বুধবার, স্মার্ট সানগ্লাসের  নতুন এই ‘হ্যান্ড-ফ্রি’ বৈশিষ্ট্যসম্পন্ন সুবিধার কথা ঘোষণা করেছে মেটা ।

 নতুন এই আপডেটের মাধ্যমে, গ্রাহকরা এখন ফোনের ব্যবহার ছাড়াই এআই  এর মাধ্যমে পরিচালিত রেব্যান চশমা থেকে সরাসরি ইনস্টাগ্রামে স্টোরি পোস্ট করতে পারবেন।

নতুন এই ফিচারটি ব্যবহার করতে, আপনাকে রেব্যান সানগ্লাস চোখে দিয়ে একটি ছবি তুলতে হবে। এরপর, বলতে হবে , “শেয়ার মাই লাস্ট ফটো টু ইনস্টাগ্রাম।” অথবা, আপনি বলতে পারেন, “হেই মেটা, পোস্ট আ ফটো টু ইনস্টাগ্রাম।” এই লাইনগুলো বলার সাথে সাথেই স্টোরিটি রায়বান সানগ্লাস থেকে সরাসরি ইনস্টাগ্রামে পোস্ট হয়ে যাবে।

২০১৬ সালে, স্ন্যাপচ্যাট প্রথম এই ফিচারটি চালু করেছিল। তখন স্ন্যাপচ্যাট ব্যবহারকারীরা স্মার্ট চশমা ব্যবহার করে স্ন্যাপচ্যাট এ সরাসরি ছবি অথবা ভিডিও পোস্ট করতে পারতো৷

তবে বর্তমানে মেটা রেব্যান সরাসরি ইনস্টাগ্রামে স্টোরি পোস্ট এর নতুন এই সুবিধা ছাড়াও  ‘হ্যান্ডস-ফ্রি’ সুবিধাও যুক্ত করেছে। ‘হ্যান্ডস-ফ্রি’ ফিচারটির কারণে ব্যবহারকারীরা এখন ভয়েস কমান্ড ব্যবহার করে অ্যামাজন মিউজিক থেকে গান ছাড়তে পারবেন।

এই গান ছাড়ার জন্য স্মার্ট সানগ্লাসটি চোখে দিয়ে শুধু বলতে হবে  ‘হেই মেটা, প্লে অ্যামাজন মিউজিক’।” তাহলেই শুরু হয়ে যাবে ব্যবহারকারীদের আকাঙ্খিত গানটি। এছাড়াও মেডিটেশন অ্যাপ ‘কাম’ এর সাথেও সরাসরি যুক্ত হওয়া যাবে রেব্যান এর এই সানগ্লাস এর মাধ্যমে।

এছাড়াও মেটা রেব্যান স্মার্ট সানগ্লাস ব্যবহার করে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে ভিডিও কল করতে পারার ফিচারটিও যুক্ত করা হয়েছে। আরও থাকছে অ্যাপল মিউজিক থেকে সরাসরি ডিভাইসে গান চালানোর ক্ষমতাও।

মেটা  এবং রেব্যান তাদের প্রথম স্মার্ট সানগ্লাস, রেব্যান স্টোরিস, বাজারে নিয়ে এসেছিলো সেপ্টেম্বর ২০২১ সালে। তখন সানগ্লাসটির আনুমানিক মূল্য ছিল $২৯৯ ডলার। তখন সানগ্লাসটিতে ব্যবহারকারীদের জন্য ছবি তোলার , গান শুনার এবং ফেইসবুক এবং হোয়াটসআপ -এ বার্তা পাঠানোর ফিচার চালু ছিল। 

@k@hUnter
@k@hUnter

"Reading is to the mind what exercise is to the body."
- by Joseph Addison 🧑‍🎓