চ্যাটজিপিটির নতুন সব ফিচার নিয়ে বাজারে আসছে অ্যাপল

Share This Post:

অ্যাপল আইফোনে কিছু স্মার্ট ফিচার যোগ করতে যাচ্ছে।অ্যাপল বর্তমানে আইফোনকে আরও উন্নত করতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে আগ্রহী ।

তাই অ্যাপল বর্তমানে চ্যাটজিপিটি এর মাদার কোম্পানী ‘ওপেনএআই’ এর সাথে চুক্তি করতে আলোচনা শুরু করেছে। ব্লুমবার্গের এক প্রতিবেদন থেকে এ খবর পাওয়া গিয়েছে।

ব্লুমবার্গের মতে, অ্যাপল এবং ওপেনএআই, আইফোনের নতুন অপারেটিং সিস্টেমে আইওএস ১৮ যুক্ত করতে যাচ্ছে।

নতুন এই অপারেটিং সিস্টেমে কি কি ফিচার যুক্ত করা যায় এ বেপারে এক যোগে কাজ করছে অ্যাপল এবং ওপেনএআই। এবং খুব শীঘ্রই এই দুই কোম্পানীর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। 

এই চুক্তি স্বাক্ষরিত হলে, অ্যাপল তার আইফোনে চ্যাটজিপিটি এর দুর্দান্ত সব ফিচার যুক্ত করতে সক্ষম হবে। আগামী মাসে অ্যাপল এই চুক্তির বিষয়ে ঘোষণা দিবে। তবে নতুন এই চুক্তিতে কি কি নতুন ফিচার আসতে যাচ্ছে এই ব্যাপারে এখনও স্পষ্ট তথ্য পাওয়া যায় নি।  

সাম্প্রতিক এক বৈঠকে, অ্যাপল বলেছে যে, বর্তমান যুগে এ আই এর গুরুত্ব এবং চাহিদা উভয়ই বেশি। তাই অ্যাপল তার সব প্রযুক্তিতে এআই  ব্যবহার বাড়াতে  চায়।

এই কারণেই মূলত অ্যাপল ওপেনএআই এর সাথে চুক্তি তে আবদ্ধ হতে যাচ্ছে।

ধারণা করা হচ্ছে, অ্যাপল ১০ জুন তাদের বার্ষিক ডেভেলপার মিটিংয়ে আইওএস ১৮ তে কি কি এআই সুবিধা যুক্ত করা যায় এই বিষয়ে আলোচনা করতে যাচ্ছে।

এছাড়াও অ্যাপল, জেমিনি চ্যাটবট নামে আরেকটি স্মার্ট প্রোগ্রাম ব্যবহার করার বিষয়েও গুগলের সাথে কাজ করছে বলে জানা যায়। 

.

@k@hUnter
@k@hUnter

"Reading is to the mind what exercise is to the body."
- by Joseph Addison 🧑‍🎓