বাজারে এলো বাউন্স ইনফিনিটির নতুন ইলেক্ট্রিক স্কুটার, এক চার্জে চলবে সারাদিন

Share This Post:

ভারতের সবচেয়ে জনপ্রিয় বৈদ্যুতিক স্কুটারগুলির মধ্যে একটি হল বাউন্স ইনফিনিটি E1। তবে ভারতের নাগরিক দেড় কাছে ইলেকট্রনিক স্কুটার এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে।

এই ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে বাউন্স ইলেকট্রিক ইনফিনিটি ইলেকট্রনিক স্কুটার এর একটি নতুন সংস্করণ তৈরি করছে। যার নাম বাউন্স ইনফিনিটি E1X 

বাউন্স ইনফিনিটি E1X ভেরিয়েন্ট

বাউন্স ইনফিনিটি E1X হতে পারে E1 এর একটি উন্নত সংস্করণ। এটি লিমিটেড এডিশন মডেলের চেয়েও ভালো হতে পারে বলে আশা করা যায়।  নতুন এই স্কুটার এ থাকছে একটি ১.৬৭ কিলোওয়াট বিএলডিসি মোটর, যা অন্যান্য মডেলের তুলনায় বেশ শক্তিশালী।

এছাড়াও, Bounce Infinity E1X-এ একটি বড় ব্যাটারি প্যাক থাকবে,যার পরিমান  ২.০৯ কিলোওয়াট । আগের মডেল এ এর পরিমান ছিল ১.৯ কিলোওয়াট।

যদিও এখন ও নিশ্চিত করে বলা যাচ্ছে না যে একবারের  চার্জে স্কুটার টি ঠিক কতটুক দূরত্ব অতিক্রম করতে পারবে ।তবে ফাঁস হওয়া নথিউনুজায়ে বলা যায় যে E1X ঘন্টায় ৪৬.৩ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। 

তবে বর্তমানে বাজারে এই ব্যাটারি এর অন্য যে  স্কুটার গুলো রয়েছে , সেগুলো ঘন্টায় প্রায় ৬৫ কিলোমিটার বেগে চলতে পারে।তাই নতুন এ মডেল টি বাজারে কেমন সারা ফেলবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।যদি ও নতুন Bounce Infinity E1X দেখতে বাজারের  অন্যান্য মডেলের মতোই।

আশা করা যায় আগামী  কয়েক মাসের মধ্যে নতুন এ স্কুটার টি বাজারে আসতে পারে। তবে এটিতে একটি বড় ব্যাটারি এবং মোটর থাকার কারণে এটির দাম একটু বেশি হতে পারে।

@k@hUnter
@k@hUnter

"Reading is to the mind what exercise is to the body."
- by Joseph Addison 🧑‍🎓