এবার কি বাংলাদেশ পারবে হোয়াটওয়াশ এড়াতে?

Share This Post:

যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৫ উইকেটে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হেরেছে ৬ রানে।

টানা দ্বিতীয় বারের মতো জয় লাভ করার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই সিরিজ জিতেছে। তবে নিজেদের সম্মান রক্ষা করতে এবং ক্লিন সুইপ এড়াতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ আজ রাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি খেলবে।

টেক্সাসের হিউস্টনের প্রেইরি ভিউ কমপ্লেক্সে শনিবার (২৫ মে) বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ সব দিক দিয়েই পিছিয়ে ছিল। বিশেষ করে ব্যাটিংয়ে, যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক পিছিয়ে ছিল বাংলাদেশ। 

ঐদিন লিটন, সৌম্য এবং শান্তর মতো নামকরা টাইগাররা লড়াই করলে ও ব্যাটারদের পারফরম্যান্স আশানুরূপ ছিল না। বাংলাদেশ এর স্ট্রাইক রেটও ছিল বেশ খারাপ। 

তবে এবার সিরিজের শেষ ম্যাচের জন্য দলে বেশ কিছু পরিবর্তন আনতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একাদশে এবার ফিরতে পারেন আফিফ হোসেন ধ্রুব, বাদ পড়তে পারেন সৌম্য সরকার। স্পিনার তানভীর ইসলামকেও আজ প্রথমবারের মতো মাঠে দেখা যেতে পারে।

@k@hUnter
@k@hUnter

"Reading is to the mind what exercise is to the body."
- by Joseph Addison 🧑‍🎓