টানা চারবার শিরোপা জিতে ইতিহাস গড়তে চায় ম্যানচেস্টার সিটি

Share This Post:

প্রিমিয়ার লিগের ১৩৫ বছরের ইতিহাসে কোনো দলই এখন পর্যন্ত চারটি প্রিমিয়ার লিগের শিরোপা জয় করতে পারেনি। তবে এইবার এই মাইলফলক অর্জনের পথে এগিয়ে যাচ্ছে ম্যানচেস্টার সিটি।

এবাবের প্রিমিয়ার লীগ জিতলে চারটি প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের ইতিহাস গড়বে ম্যানচেস্টার সিটি।

অতীতে, কিছু ইংলিশ ক্লাব পাঁচটি মৌসুমে চারটি শিরোপা জিতেছিল, যেমন ১৮৯০ -এর দশকে অ্যাস্টন ভিলা এবং ১৯৮০-এর দশকে লিভারপুল। কিন্তু কোনো দলই টানা চারটি শিরোপা জিততে পারেনি।

 ১৯২৬-২৭  সালে হাডার্সফিল্ড টাউন, ১৯৩৫-৩৬সালে আর্সেনাল, ১৯৮৪-৮৫ সালে লিভারপুল এবং২০০১-০২ এবং ২০০৯-১০  সালে ম্যানচেস্টার ইউনাইটেড সবকটি দল ই পরপর তিনবার করে শিরোপা জিতেছিল।

তবে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির সামনে এবার আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।

পূর্ববর্তী অনেক ক্লাব এর হাতেও এসেছিলো এমন সুযোগ, তবে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছিল ক্লাব গুলো।

সেই ভুল গুলোর পুনরাবৃত্তি করতে চায় না পেপ গার্দিওলার দল। আর তাই সেই লক্ষেই কাজ করে যাচ্ছে ম্যানচেস্টার সিটি।

@k@hUnter
@k@hUnter

"Reading is to the mind what exercise is to the body."
- by Joseph Addison 🧑‍🎓