আইপিএলে এতো ভালো খেলেও বিশ্বকাপ দলে জায়গা হলো না যাদের 

Share This Post:

আইপিএল নিলামে শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হর্ষাল প্যাটেল, দীপক চাহার, ইশান কিষাণ নিয়ে বেশ ঝামেলা দেখা দিয়েছে। কিছু ফ্র্যাঞ্চাইজি দ্বারা সরাসরি নিয়োগ করা হয়। এ কারণে পারিশ্রমিকও পাচ্ছে কোটি কোটি টাকা। কিন্তু আইপিএলে বড় ‘কাট’ করা এই ক্রিকেটাররা জাতীয় দলের ক্রিকেটার। কেউ টিম কম্বিনেশনের কারণে, কেউ ফর্মের কারণে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা করে নিতে পারেনি।

এই ক্রিকেটারদের মধ্যে রয়েছেন কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার এবং লোকেশ রাহুল। এছাড়াও রয়েছেন হর্ষাল প্যাটেল, দীপক চাহার, ইশান কিষাণ। ভারতের ১৫ জন সদস্যের মূল দলে বা রিজার্ভ দলেও  তাদের জায়গা হয় নি।

শ্রেয়াস আইয়ার

গত বছরও ওয়ানডে বিশ্বকাপে ভারতের ব্যাটিং লাইনআপের অন্যতম স্তম্ভ ছিলেন শ্রেয়াস আইয়ার। ডানহাতি ব্যাটসম্যান কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলেন তিনি । আইয়ার প্রতি মৌসুমে ১২.২৫ কোটি রুপি পান, তিনি বিশ্বকাপের দলেই নেই এবার।

লোকেশ রাহুল

আইপিএলের সবচেয়ে দামি ভারতীয় খেলোয়াড় লোকেশ রাহুল। লখনউ সুপার জায়ান্টসের নেতৃত্ব দেওয়া এই উইকেটকিপার ও ব্যাটসম্যান আইপিএলে ১৭ কোটি রুপি আয় করেছেন। কিন্তু ভারতীয় দলের নির্বাচকরা তাকে ১৫জন  সদস্যের দলে বা রিজার্ভ দলেও রাখেননি তাকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের উইকেটকিপার ও ব্যাটসম্যান হিসেবে জায়গা পেয়েছেন ঋষভ পান্ত ও সঞ্জু স্যামসন।

হর্ষাল প্যাটেল

এবারের আইপিএলে ভালো ফর্মে আছেন পাঞ্জাব কিংসের পেসার হার্শাল প্যাটেল। তিনি ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে মুস্তাফিজুর রহমান এবং যশপ্রীত বুমরাহের সাথে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে আছেন। ডানহাতি এই পেসারকে ১১ কোটি ৭৫ লাখ রুপি বেতন দিয়েছে পাঞ্জাব। কিন্তু ভারতীয় জাতীয় দলের জার্সি পরার সুযোগ পাচ্ছেন না তিনি।

দীপক চাহার

চেন্নাই সুপার কিংস দীপক চাহারকে ১৪ কোটি রুপি দিয়েছে। তবে আইপিএলে ভালো করছেন না ৩১ বছর বয়সী এই পেসার। ইনজুরি থেকে ফিরে এসে চাহার এখন পর্যন্ত ৭ ম্যাচে ৫ উইকেট নিয়েছেন। তারপরও তিনি বিশ্বকাপ দলে জায়গা করে নিতে পারেননি।

ইশান কিষাণ

মুম্বাই ইন্ডিয়ান্সের উইকেটকিপার ও ব্যাটসম্যান ইশান কিষাণও বিশ্বকাপ দলে জায়গা করতে পারেননি। মুম্বাইয়ে বাঁহাতি ব্যাটসম্যান বেতন পান ১৫ কোটি ২৫ রুপি। কিন্তু বিশ্বকাপের জন্য চলমান উইকেটকিপার ও ব্যাটসম্যান লড়াইয়ে রাহুলের মতো পন্ত, এবং স্যামসনদের কাছে হেরে গেছেন কিষাণ।

S.A.M.U.R.A.I
S.A.M.U.R.A.I

"The world is a book, and those who do not travel read only a page."
- by Saint Augustine 🥷