জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শুরুতে খেলছেন না সাকিব আল হাসান। তিনি পরে যোগ দিবেন , তবে তিনি ঠিক কতগুলি ম্যাচ খেলবেন তা স্পষ্ট নয়। সাকিব বলেছেন যে কোচ চন্ডিকা হাথুরুসিংহে তাকে দুটি ম্যাচ খেলতে বলেছেন , অন্যদিকে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাকে কমপক্ষে তিনটি ম্যাচের জন্য চেয়েছেন ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কয়েকদিন আগে আসন্ন সিরিজের প্রস্তুতির জন্য ১৭ জন খেলোয়াড়কে ডেকেছিল। সেই শিবিরে সাকিবের অনুপস্থিতি লক্ষ্য করেছেন অনেকেই। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু পরে ব্যাখ্যা করেছেন যে সাকিব সিরিজের পর জাতীয় দলে যোগ দেবেন। এর আগে তিনি খেলবেন ঢাকা প্রিমিয়ার লিগে।
সাকিব জিম্বাবুয়ে সিরিজ মিস করবেন এমন খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এসব সমালোচনার জবাব দিয়েছেন বর্তমানে সপরিবারে যুক্তরাষ্ট্রে থাকা সাকিব। তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি সিরিজ খেলবেন শেষের দিকে।
সাকিব বলেন, “আমি অবশ্যই জিম্বাবুয়ের সিরিজে খেলব। এ নিয়ে দেশে বিভ্রান্তি হচ্ছে বলে মনে হচ্ছে। আমি কোচ-অধিনায়কের সঙ্গে কথা বলেছি। কোচ আমাকে দুটি ম্যাচের জন্য চান। নির্বাচকরা পরামর্শ দিয়েছেন দুটি বা তিন ম্যাচ খেলতে পারবো। আর এতেই আমি রাজি।”
এছাড়া কেন তিনি প্রিমিয়ার লিগে খেলবেন তাও ব্যাখ্যা করে বলেন , “এই সিদ্ধান্তগুলি আলোচনার মাধ্যমে নেওয়া হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ তিন ম্যাচের আগে দুটি প্রিমিয়ার লিগের ম্যাচ খেলা প্রস্তুতিতে সহায়তা করবে। তাই, আমি সেই দুটি ম্যাচ খেলব।”
জিম্বাবুয়ে সিরিজে না থাকা নিয়ে সোশ্যাল মিডিয়ার আলোচনা-সমালোচনাকে উপেক্ষা করেছেন সাকিব। তিনি অন্য খেলোয়াড়দের দিকে তাকানোর এবং দলের জন্য বিভিন্ন সমন্বয় তৈরি করার গুরুত্বের ওপর জোর দেন।
৩ মে থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি দুটি ম্যাচ হবে ৫ ও ৭ মে একই মাঠে। আগামী ১০ ও ১২ মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ দুটি ম্যাচ।