ঢাকাই সিনেমার তারকা শাকিব খান ও কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী প্রথম থেকেই দেখিয়েছেন তুফান সিনেমার ‘তুমি কোন কাদির মাইয়া গো লাগে উদা ধুরা’ গানটি হিট হতে চলেছে। মঙ্গলবার যখন গানটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়, লাল এবং নীল রঙের রঙিন পরিবেশে নায়ক-নায়িকা তাদের সহশিল্পীর সাথে নাচ এবং গান গেয়ে মাতিয়ে দিচ্ছেন।
গানটিতে বিশেষ চমক ছিলেন গায়ক প্রীতম হাসান। গানের মিউজিক করেছেন অন্য একজন ডিরেক্টর।
গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন। গানটি গেয়েছেন প্রীতম ও কলকাতার শিল্পী অন্তরা রায়।
রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ মুক্তি পাবে ঈদে। এতে বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। কিন্তু সিনেমা মুক্তির আগেই প্রযোজনা সংস্থা আলফা আই, চরকি এবং এসভিএফ এই গানটি প্রকাশের মাধ্যমে মূল প্রচার শুরু করে।