‘তুফান’ সিনেমার গান ‘লাগে উরাধুরা’র বিরুদ্ধে নকলের অভিযোগ

Share This Post:

রায়হান রাফি ঢাকার একজন তরুণ চলচ্চিত্র নির্মাতা যিনি তার ক্যারিয়ারে বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেছেন। তবে বিতর্ক প্রায়ই তাকে ঘিরে থাকে। বেশ কিছু সিনেমা মুক্তির পর সেগুলো ভুয়া বলে আলোচনা ও প্রাথমিক দাবি করা হয়।

এবার রায়হান রাফি নির্মাণ করছেন শাকিব খান অভিনীত ‘তুফান’ নামের একটি সিনেমা, যা ঈদে মুক্তি পেতে যাচ্ছে। গত মে মাসে যখন টিজারটি প্রকাশিত হয়েছিল, তখন সিনেমাটি জাল বলে দাবি করা হয়েছিল। যা নিয়ে অনলাইনে প্রচুর আলোচনার জন্ম দিয়েছে। টিজারের পর ‘তুফান’ ছবির গান নকল হওয়ার অভিযোগও ওঠে।

বহুল প্রত্যাশিত সিনেমা “তুফান” এর একটি গানের প্রথম ঝলক যেখানে শাকিব খান ও  মিমি চক্রবর্তী একটি চটকদার সেটে নাচছেন, যা সবেমাত্র প্রকাশ করা হয়েছে। গানেটি বাংলাদেশী এবং বাঙালি উভয় সম্প্রদায়ের মধ্যে বেশ একটা জমজমাট আলোচনার বিষয় হিসেবে সৃষ্টি হয়।

Source: Chorki

 “লাগে উরাধুরা” শিরোনামের গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন। সঙ্গীত আয়োজন করেছেন প্রীতম এবং গেয়েছেন দেবশ্রী অন্তরা।

তবে অভিযোগ উঠেছে যে এই গানটি রাজ্জাক দেওয়ানের গান “আমার ঘোম ভাগাই গেল রে মরার কোকিলে” থেকে এর কোরাস চুরি করেছে। কেউ কেউ নার্গিসের “টঙ্কি খালি” এবং কাজল মনিরের “বান্ধবী ললিতা” এর সুরের মধ্যেও মিল খুঁজে পান।

এর আগেও সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ উঠেছিল। টিজারটি যথাযথ ছাড়পত্র ছাড়াই প্রেক্ষাগৃহে দেখানো হয়েছে বলে অভিযোগ পেয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। গত ১০ মে নারায়ণগঞ্জের ‘গুলশান’ সিনেমা হলে অনুমতি ছাড়াই দুপুর ১২টার শোতে ‘তুফান’ ছবির টিজার প্রদর্শিত হয়।

‘তুফান’ ছবির শুটিং শেষ এবং পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সবকিছু পরিকল্পনা মতো চললে ঈদে মুক্তি পাবে ছবিটি। তবে তার আগেই মুক্তি পাবে পূর্ণাঙ্গ গান ‘লাগে উড়াধুরা’।

নব্বই দশকের সারমর্মকে ধারণ করে ‘তুফান’ একটি গ্যাংস্টারের গল্প বলে। চলচিত্রটি সেই যুগের একজন বিখ্যাত গ্যাংস্টারের জীবনের উপর ভিত্তি করে তৈরি করা।

 ঢাকা থেকে মাসুমা রহমান নাবিলা এবং কলকাতার তারকা মিমি চক্রবর্তী শাকিব খানের পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে। এছাড়া চঞ্চল চৌধুরীকে দেখা যাবে একটি বিশেষ চরিত্রের অভিনয়ে।

S.A.M.U.R.A.I
S.A.M.U.R.A.I

"The world is a book, and those who do not travel read only a page."
- by Saint Augustine 🥷