এবাবের ঈদ এর অন্যতম আকর্ষণ ‘তুফান’ সিনেমার গান ‘লাগে উরাধুরা’

Share This Post:

শাকিব খান অভিনীত ও রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ সিনেমার ‘লাগে উরাধুরা’ গানটির টিজার ছাড়ার সাথে সাথে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে । ২০  সেকেন্ডের এই  টিজারটি পোস্ট করার পরপরই সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়।

শনিবার দুপুরে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই, এসভিএফ ও চরকির ইউটিউব ও ফেসবুক পেজে টিজারটি প্রকাশ করা হয়। ছবিটির পরিচালক, নায়ক ও নায়িকার ফেসবুক পেজেও টিজারটি শেয়ার করা হয়েছে।

Source – Chorki youtube

বিশেষ করে শাকিব খানের ভক্তরা টিজারটি নিয়ে বেশ উচ্ছ্বসিত হয়ে আছেন। মাত্র পাঁচ ঘণ্টায়, শাকিব খানের ফেসবুক পেজে টিজারটি প্রায় ৬,৫০,০০০ ভিউ, ৮০,০০০ লাইক, ১০,০০০ কমেন্ট এবং ২০০০ এর বেশি শেয়ার পেয়েছে।

এমডি রুমিদ নামে এক ভক্ত বলেন,এই ছবিটি দিয়ে বাংলা সিনেমা তামিল সিনেমার মতো বিশ্বব্যাপী উচ্চতায় পৌঁছে যাবে। ওয়াসিম মিয়া নামের আরেক ভক্ত প্রকল্পের পোশাক, কথা, গান এবং শাকিব খানের অভিনয়ের প্রশংসা করেন।

5
Source – Collected

ছবিটির পরিচালক রায়হান রাফিও তার ফেসবুক পেজে প্রচুর সারা পাচ্ছেন। মাত্র পাঁচ ঘণ্টায় তিনি পেয়েছেন ১,৫০,০০০ ভিউ এবং ৩,০০০ কমেন্ট।

এছাড়াও বিনোদন জগতের অনেকেই টিজারের প্রশংসা করেছেন। সুরকার সিঁথি সাহাকে টিজারটির ব্যাপারে জানতে চাইলে উত্তরে বলেন “পুরাই উরাধুরা”।এছাড়াও  লেখক নাজিম উদ দৌলা বলেছেন পুরো গানটি মানুষকে আনন্দ দিবে।

মাসুদ রানা নকীব চাহিদা অনুযায়ী শিল্পীদেরকে ভালোভাবে উপস্থাপন করানোর জন্য পরিচালকের প্রশংসা করেন।

4
Source – Collected

রায়হান রাফিও  টিজারের সাফল্য নিয়ে তার উচ্ছ্বাস প্রকাশ করেন এবং উল্লেখ করেন যে পুরো গানটি প্রকাশ করলে দর্শকদের আগ্রহ আরো বেড়ে যাবে।

এছাড়াও গানটি উৎসব, বিয়ে এবং তরুণদের মধ্যে জনপ্রিয়তা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন রায়হান রাফি।যদিও সারপ্রাইজ রাখার জন্য পূর্ণাঙ্গ গানটির প্রকাশের তারিখ এখনো প্রকাশ করা হয়নি।

রাফি আরও উল্লেখ করেছেন যে ছবির কাজ সম্পূর্ণরূপে শেষ হয়েছে এবং ঈদুল আজহায় এটির মুক্তির প্রস্তুতি চলছে। রাফি বিশ্বাস করেন যে “তুফান” হবে তার অন্যতম সেরা কাজগুলোর মধ্যে একটি এবং দর্শকরা এটি একাধিকবার দেখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

1
Source – Collected

“লাগে উরাধুরা” এর কোরাসটি রাজ্জাক দেওয়ানের “ঘুম ভাঙ্গাই গেল রে মোরার কোকিলে” এর উপর ভিত্তি করে তৈরি। শরিফউদ্দিনের গানের সাথে। গানটির বাকি অংশ লিখেছেন রাসেল মাহমুদ, দেবশ্রী অন্তরা, গানটির  সুর করেছেন প্রীতম হাসান। প্রীতম, বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন।

‘তুফান’ ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, চঞ্চল চৌধুর ও নাবিলা প্রমুখ।

@k@hUnter
@k@hUnter

"Reading is to the mind what exercise is to the body."
- by Joseph Addison 🧑‍🎓