ঢাকা মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ২২ জন আটক

Share This Post:

ঢাকা মহানগরীতে মাদকবিরোধী অভিযান বিভিন্ন স্থানে চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

 শনিবার সকাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের গ্রেফতার ও মাদক উদ্ধার করেন।

অভিযানে পুলিশ গ্রেফতারকৃতদের কাছ থেকে মোট ২৪৯৬ ইয়াবা বড়ি, ২৬ গ্রাম হেরোইন ও ২৫ কেজি ৯৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

আটক করা ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫টি মামলা দায়ের করেছে পুলিশ।

S.A.M.U.R.A.I
S.A.M.U.R.A.I

"The world is a book, and those who do not travel read only a page."
- by Saint Augustine 🥷