রাজধানীতে চুরি করা স্বর্ণ উদ্ধার করলো পুলিশ 

Share This Post:

রাজধানীর কামরাঙ্গীরচরে সোনার গয়নাসহ চোর চক্রের দুইজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের কামরাঙ্গীরচর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ ইলিয়াছ ও মোঃ শাহাদাত হোসেন মানিক। তাদের ধরার পর পুলিশ তাদের কাছ থেকে একটি সোনার চেইন, গলানো সোনা, নগদ ১০ হাজার টাকা, চুরির কাজে ব্যবহৃত একটি হাতুড়ি, একটি লোহার রড ও একটি হ্যাকস ব্লেড পায়।

লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ ইমরান হোসেন মোল্লা এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২২ এপ্রিল রাতে অজ্ঞাত চোরেরা কামরাঙ্গীরচরের স্টারটা স্ট্রিটের একটি খালি বাড়ি থেকে মাটি ও প্লাস্টিকের তৈরি পিগি ব্যাংক থেকে প্রায় ১৪ আনা ওজনের স্বর্ণালংকার ও প্রায় ১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে গত ২৪ এপ্রিল কামরাঙ্গীরচর থানায় মামলা হয়।

তিনি আরও জানান, মামলা দায়েরের সঙ্গে সঙ্গে কামরাঙ্গীরচর থানা পুলিশ তদন্ত শুরু করেছে। সন্দেহভাজনদের সনাক্ত করতে তারা প্রযুক্তি ব্যবহার করেছে। ২৮ এপ্রিল রাত ১২টা ৫ মিনিটে কেরানীগঞ্জের খোলামোড়া ঘাট থেকে ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়। ইলিয়াসের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই কুমিল্লা জেলার চান্দিনা থানা এলাকা থেকে শাহাদাতকে গ্রেপ্তার করা হয়।

Source: DMP NEWS

SMASHCON
SMASHCON

"Either write something worth reading or do something worth writing."
- by Benjamin Franklin.😎