রাজধানী ঢাকার পুলিশ মাদক বিক্রি ও ব্যবহারে জড়িতদের ধরতে ব্যস্ত সময় পার করছে। তারা সম্প্রতি এসব অপরাধে ৩৭ জনকে গ্রেফতার করেছে।
এই ৩৭ জনকে ধরতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন মহল একযোগে কাজ করেছে। তারা নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি বা ব্যবহার করতে গিয়ে ধরা পড়ে। পুলিশ তাদের আটক করলে তাদের কাছ থেকে প্রচুর অবৈধ মাদক পাওয়া যায়।
পুলিশ যা খুঁজে পেয়েছে :
- ৫০৮ পিস ইয়াবা
- ৮৬ কিলোগ্রাম এবং ৭৯৩ গ্রাম গাঁজা
- ৭৪ গ্রাম হেরোইন
- ৮২বোতল ফেনসিডিল (একটি নিষিদ্ধ ওষুধ)
- “Tapentadol” টাপেনট্যাডল এর ৪০০ ট্যাবলেট (আরেকটি নিষিদ্ধ ওষুধ)
বুধবার সকাল ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত পুলিশি অভিযান চলে। নগরীর বিভিন্ন স্থানে যেখানে থানা রয়েছে সেখানে এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২৬টি মামলা দায়ের করেছে পুলিশ। এসব মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা হয়, যা মাদক সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িত।