মিরপুরে অটোরিকশা চালকদের বিক্ষোভ ছত্রভঙ্গ করল পুলিশ

Share This Post:

রাজধানীর মিরপুরের বেনারসি পল্লীর ৪ নম্বর রোডে অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের হাতাহাতি ও ধাওয়া পাল্টা ঘটনা ঘটেছে। রোববার বিকেল  ৩:১৫ দিকে এ ঘটনা ঘটে।

বিক্ষোভকারী অটোরিকশা চালকদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করা শুরু করে। এতে পুলিশ ও চালকদের সাথে কয়েক দফা ধাওয়া পাল্টার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পৌনে ৩টার দিকে ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা আন্দোলনরত চালকদের সঙ্গে কথা বলতে মিরপুর-১০ এলাকায় আসেন।

তিনি তাদের রাস্তা ছেড়ে যেতে বলেন এবং অটোরিকশা চলাচলের বিষয়ে তাদের উদ্বেগ নিয়ে আলোচনা করার প্রতিশ্রুতি দেন। কিছু চালক বিক্ষোভ থামিয়ে চলে যেতে রাজি হন।

তবে শেওড়াপাড়া থেকে একদল শ্রমিক লাঠি হাতে নিয়ে এসে আবার অবরোধ শুরু করে দেয়। পুলিশ তাদের চলে যেতে বললে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা শুরু করে। পরবর্তীতে একদল অটোরিকশা চালক ইট-পাটকেল ছুড়তে থাকে এবং লাঠি নিয়ে পুলিশকে ধাওয়া করে।

শেষ পর্যন্ত পুলিশ উল্টো তাদের পিছু ধাওয়া করে। বেলা ৩:২০ নাগাদ পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং শৃঙ্খলা ফিরিয়ে আনে। ঘটনার পর মিরপুরে যান চলাচল শুরু হয়।

বিক্ষোভ চলাকালে মিরপুর গোলচত্বরে তিনটি বাস ভাঙচুর করে অটোরিকশা চালকরা। এসব বাসের যাত্রীরা ভয়ে হয়ে নেমে পড়ে।

S.A.M.U.R.A.I
S.A.M.U.R.A.I

"The world is a book, and those who do not travel read only a page."
- by Saint Augustine 🥷