আজকে ঢাকার যানজট নিরসনের লক্ষ্যে ঢাকায় বাস পরিচালনার নতুন পদ্ধতির সূচনা হয়েছে। গুলশান ট্রাফিক বিভাগ তাদের ফেসবুক পেজে ঘোষণা করেছে ‘সব বাস গুলোতে গেট লক সিস্টেম রবিবার থেকে চালু হচ্ছে।’
শনিবার রাতে গুলশান ট্রাফিক বিভাগ ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে। সেই পোস্টে বলা হয়, মহাখালী বাস টার্মিনাল থেকে চালু হওয়া এই রুটে যত বাস চলবে সবগুলোতে গেট লক ব্যবস্থা থাকতে হবে নাহলে প্রশাসনের সম্মুখীন হতে হবে বাস মালিকদের।
পোস্টটিতে রুট পরিকল্পনার রূপরেখা দেয় হয়। যে বাসগুলি মহাখালী বাসস্ট্যান্ড থেকে তাদের যাত্রা শুরু করবে, এবং যাত্রীদের তাদের গন্তব্যে নামানোর জন্য কাকলি, কুর্মিটোলা, খিলক্ষেত এবং আব্দুল্লাহপুরে স্টপ থেকে তুলবে তাদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য।
তবে কোনো বাস যদি যেই সেই জায়গায় বাস দাঁড় করিয়ে যাত্রী তুলে অথবা যাত্রী নামানোর উদ্দেশ্যে যেখানে সেখানে দাঁড় করে তাহলে কঠোর জরিমানা গুনতে হবে।
ঠিক এভাবে যাত্রীদের উদ্দেশ্যে অনুরোধ করে পোস্টে বলা হয়েছে, হাত উঁচু করে বাসগুলিকে যেখানে সেখানে না থামানোর জন্য। আর স্টপ বাদে অন্য কোনো জায়গা থেকে না উঠার জন্য যাত্রীদের সহযোগিতা একান্ত কাম্য।