প্রথম হজ ফ্লাইট সৌদি বিমানবন্দরে অবতরণ করলো

Share This Post:

এবারের হজযাত্রা শুরু হয়েছে! গতকাল সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৫ জন যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইটটি যাত্রা করে। দুপুর একটা নাগাদ সৌদি আরবের জেদ্দা কিং আবদুল আজিজ বিমানবন্দরে ল্যান্ড হয়েছে।

রোড টু মক্কা ইনিশিয়েটিভের মাধ্যমে এ বছর হজে মোট ৮৫,২৫৭ জন যাত্রী রেজিস্টার করেছেন।

বিমানবন্দরের হজ টার্মিনালে হজযাত্রীদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত। মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ভ্রমণকারীদের উষ্ণ অভ্যর্থনা জানান, তাদের যাত্রা জুড়ে বাংলাদেশ দূতাবাস, কনস্যুলেট এবং হজ মিশনের কাছ থেকে অব্যাহত সহায়তার বিষয়টি নিশ্চিত করেন।

এছাড়া কমিটিতে আরো যোগ দেন জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক এবং বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মোঃ জহিরুল ইসলাম।

বাংলাদেশী হজযাত্রীরা পৌঁছানোর পর সৌদি ধর্ম মন্ত্রণালয়ের উপমন্ত্রী আয়াত আল-খোয়ামি, জেদ্দা বিমানবন্দরের সিইও ইঞ্জিনিয়ার মাজেন জাওহার, সৌদি পাসপোর্ট বিভাগের প্রধান মেজর জেনারেল ফয়সাল আল রাজি এবং ইঞ্জিনিয়ার আবদুর রহমানের কাছ থেকে আরও উষ্ণ অভিনন্দন গ্রহণ করেন।

হজযাত্রীরা চমৎকার বিমানবন্দর ব্যবস্থাপনা এবং তাদের আন্তরিক অভ্যর্থনার জন্য তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিমসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

SMASHCON
SMASHCON

"Either write something worth reading or do something worth writing."
- by Benjamin Franklin.😎