এবার ঢাকায় কোরবানির পশু কেনার জন্য অস্থায়ী ২০টি হাটের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে নয়টি ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) এবং বাকি ১১টি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) স্থাপন করা হবে । ইতিমধ্যেই হাটে যারা বিভিন্ন স্টল বসাবেন তাদের পারমিট দেওয়ার প্রক্রিয়াও প্রায় শেষ।
তবে আফতাবনগরের বাসিন্দারা সেখানে হাট বসানোর বিরুদ্ধে অবস্থান করছেন। তারা সিটি করপোরেশনের মেয়রদের কাছে চিঠি দিয়ে হাট বাতিলের জন্য অনুরোধ করেছেন।
তবে সেখানে আশানুরূপ সাড়া না পাওয়ায় তারা হাইকোর্টে গিয়ে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা করেন। পরবর্তীতে বুধবার এক শুনানিতে হাইকোর্ট আফতাবনগরে গরুর হাট স্থাপনের প্রক্রিয়া বন্ধ করে দেন।
আদালতের শুনানি চলাকালে মামলার পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও এসএম শামীম হোসেন। আফতাব নগর জহুরুল ইসলাম সিটি সোসাইটির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন ঢালী ও সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন কাজল বাদী হয়ে আফতাব নগর হাটের বিরুদ্ধে মামলাটি করেন।
তারা তাদের মামলায় স্থানীয় সরকার মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে বিবাদী করেন।
মামলার আইনজীবী শামীম হোসেন জানান, যুক্তিতর্ক ও শুনানি শেষে আদালত এ রায় দেন। বর্তমানে আফতাবনগর এ হাটের পরিকল্পনা স্থগিত রাখা হয়েছে।
জহিরুল ইসলাম সোসাইটির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন ঢালী বলেন, আফতাবনগর একটি আবাসিক এলাকা যেখানে অনেক স্কুল রয়েছে। প্রতি বছর পশুর হাটে কোলাহল ও যানজটের কারণে বাসিন্দাদের অসুবিধায় পড়তে হয়।
বিগত কয়েক বছর যাবৎ সেখানে গরুর হাট না বসানোর জন্য নগর কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করা সত্ত্বেও তাদের আবেদন উপেক্ষা করা হয়েছে। তাই তারা এই আইনি পদক্ষেপ নিয়েছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান ভূমি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম স্পষ্ট করে বলেন, এই হাটগুলো স্থাপনের উদ্দেশ্য শুধু রাজস্ব আদায় নয়, বাসিন্দাদের সুবিধা দেওয়াও এর অন্যতম উদ্দেশ্য।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইছার মোহাম্মদ ফারাবী জানান, আফতাবনগরে একটি হাট করার পরিকল্পনা করা হয়েছিল তবে অভিযোগ বা আইনি চ্যালেঞ্জ থাকলে তা পুনর্বিবেচনা করা হবে।
বর্তমানে ডিএনসিসির হাটের পরিকল্পনার মধ্যে যে জায়গা গুলো আছে সেগুলো হলো : ভাটারা সুতিভোলা খাল, কাওলা শিয়ালডাঙ্গা, বউ বাজার এলাকা, উত্তরা দিয়াবাড়ি, বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাব নগর, মিরপুর ৬নং ওয়ার্ড, মোহাম্মদপুর বচিলা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, কাঁচকুড়া বেপারীপাড়ার রহমাননগর বাসিন্দাসহ খিলক্ষেত থানার মাস্তুল চেকপোস্ট এলাকা।
অন্যদিকে ডিএসসিসির পরিকল্পনায় রয়েছে মোট এগারোটি জায়গা। সেগুলো হলো : উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজার, ইনস্টিটিউট অফ লেদার টেকনোলজি কলেজ, পোস্তগোলা শ্মশান ঘাট, মেরাদিয়া বাজার, লিটল ফ্রেন্ডস ক্লাব, কমলাপুর স্টেডিয়ামের কাছে বিশ্ব রোড, দনিয়া কলেজ, ধোলাইখাল ট্রাক টার্মিনাল, আফতাবনগর (ইস্টার্ন হোস্টিং) সহ আমুলিয়া মডেল টাউন, রহমতগঞ্জ ক্লাব, এবং শ্যামপুর কদমাতলী ট্রাক স্ট্যান্ড।