ভীষণ গরমে রেললাইন বেঁকে চরম সংকট 

Share This Post:

ঢাকা থেকে নরসিংদী যাওয়ার পথে পূবাইলের  দিকে তাপমাত্রা বেড়ে গিয়ে প্রচণ্ড গরম থাকায় রেললাইনের একটি অংশ বেঁকে গেছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে আরিখোলা এলাকায় এ ঘটনা লক্ষ্য করা যায়।

টঙ্গী রেলস্টেশনে রেলওয়ে পুলিশের দায়িত্বে থাকা ছোটন শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন। টঙ্গী জংশনের স্টেশন মাস্টার রাকিবুর রহমানের কাছ থেকে তিনি এ তথ্য পান।

শর্মা ব্যাখ্যা করেছেন যে অতিরিক্ত তাপমাত্রার কারণে আরিখোলা এলাকায় রেলপথের কয়েকটি জায়গায় বেঁকে গেছে।

তিনি আরও উল্লেখ করেছেন যে ট্রেনগুলি এখনও স্বাভাবিকভাবে চলছে, এর কারণ ট্রেনগুলি একটি ভিন্ন ট্র্যাক ব্যবহার করছে। বর্তমানে সেখানে দুটি ব্যবহারযোগ্য ট্র্যাক রয়েছে, যার একটি নষ্ট হলে অন্যটি ব্যবহার করা যাবে। বাঁকানো রেলপথ ঠিক করার কার্যক্রম চলছে বলে জানায় কর্তৃপক্ষ।

SMASHCON
SMASHCON

"Either write something worth reading or do something worth writing."
- by Benjamin Franklin.😎