তাপপ্রবাহের কারণে ঢাকাসহ পাঁচ জেলার স্কুল-কলেজ বন্ধ

Share This Post:

আমাদের দেশে তীব্র তাপপ্রবাহের কারণে আগামীকাল সোমবার ঢাকাসহ পাঁচ জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই জেলাগুলো হলো ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী।

রোববার শিক্ষা মন্ত্রণালয় এ বন্ধ ঘোষণা করে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে তারা এ সিদ্ধান্ত নিয়েছে। তবে এসব এলাকার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকলে তারা চাইলে খোলা থাকতে পারে।

ঈদ ও রোজার জন্য সপ্তাহব্যাপী ছুটির পর আজ প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত স্কুলগুলো খুলেছে। কিন্তু কিছু জেলায় মাত্র একদিন ক্লাসের পর নতুন ছুটি ঘোষণা করা হয়।

এর আগে আজ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নির্দিষ্ট এলাকায় উচ্চ তাপমাত্রার কারণে দেশব্যাপী সব স্কুল বন্ধ করার বিরোধিতা করেছেন। তিনি বিশ্বাস করেন যে পৃথক স্কুলগুলি তাদের স্থানীয় অবস্থার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া উচিত। জেলা শিক্ষা অফিসাররাও আলোচনার পর আঞ্চলিক স্তরে স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারেন।

SMASHCON
SMASHCON

"Either write something worth reading or do something worth writing."
- by Benjamin Franklin.😎